Wednesday, April 13, 2011

সোনারপুর উত্তর বিধানসভা এলাকার ভৌগোলিক বিবরণ

সোনারপুর উত্তর বিধানসভা এলাকাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহকুমার অন্তর্গত।
বারুইপুর মহকুমা তিনটি পুরসভা (বারুইপুর, রাজপুর সোনারপুর, জয়নগর মজিলপুর) এবং সাতটি ব্লক (বারুইপুর, ভাঙর-১, ভাঙর-২, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি ও সোনারপুর) নিয়ে গঠিত। সাতটি ব্লকে দুটি সেন্সাস টাউন ও ৮০টি গ্রাম পঞ্চায়েত বর্তমান। মহকুমার সদর বারুইপুর
বারুইপুর, রাজপুর সোনারপুর, জয়নগর মজিলপুর পুরসভা তিনটি ছাড়া বারুইপুর মহকুমায় বারুইপুর, ভাঙর-১, ভাঙর-২, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি ও সোনারপুর ব্লক সাতটির অধীনে দুটি সেন্সাস টাউন ও ৮০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। উক্ত সেন্সাস টাউন দুটি হল ভাঙর রঘুনাথপুরউত্তর দুর্গাপুর
সোনারপুর ব্লক
সোনারপুর ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বনহুগলি-১, কালিকাপুর-২, খেয়াদহ-২, প্রতাপনগর, বনহুগলি-২, কামরাবাদ, লাঙলবেড়িয়া, সোনারপুর-২, কালিকাপুর-১, খেয়াদহ-১ ও পোলঘাট। এই ব্লকে দ্রুত নগরায়ণ হচ্ছে। ব্লকটি সোনারপুর থানার অধীনস্থ। ব্লকের সদর রাজপুর।
বিধানসভা কেন্দ্র
সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে বারুইপুর মহকুমা এলাকার বর্তমান চিত্র দাঁড়িয়েছে :
  • কুলতলি ব্লক এবং জয়নগর-২ ব্লকের বাইশহাটা, চুপড়িঝরা, মনিরহাট ও নলগোড়া গ্রাম পঞ্চায়েত চারটি নিয়ে কুলতলি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • জয়নগর-২ ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত, জয়নগর মজিলপুর পুরসভা, এবং জয়নগর-১ ব্লকের বহড়ু ক্ষেত্র, দক্ষিণ বারাসত, হরিনারায়ণপুর, রাজাপুর কোরাবেগ, শ্রীপুর ও উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত ছয়টি নিয়ে জয়নগর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • জয়নগর-১ ব্লকের অপর ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং বারুইপুর ব্লকের বেগমপুর, বেলেগাছি, বৃন্দাখালি, চম্পাহাটি, হরদহ, নবগ্রাম, রামনগর-১, রামনগর-২ ও দক্ষিণ গড়িয়া ব্লক নয়টিকে নিয়ে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বারুইপুর ব্লকের অপর দশটি গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পুরসভা নিয়ে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র গঠিত।
  • রাজপুর সোনারপুর পুরসভার ৮-২০ নং ওয়ার্ডগুলি এবং সোনারপুর ব্লকের কালিকাপুর-১, কালিকাপুর-২, লাঙলবেড়িয়া, পোলঘাট, প্রতাপনগর ও সোনারপুর-২ ব্লক নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনারপুর ব্লকের অপর ছয়টি গ্রাম পঞ্চায়েত এবং রাজপুর সোনারপুর পুরসভার ২৫-৩৩ নং ওয়ার্ডগুলি নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ভাঙর-২ ব্লক ও ভাঙর-১ ব্লকের জাগুলগাছি, নারায়ণপুর ও প্রাণগঞ্জ বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে ভাঙর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ভাঙর-১ ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
কুলতলি, জয়নগর ও বারুপুর পূর্ব বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। কুলতলি, ক্যানিং পূর্ব ও জয়নগর বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ ও ভাঙর বিধানসভা কেন্দ্রগুলি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

No comments:

Post a Comment