১লা অক্টোবর, ২০১০-ই এম বাইপাস আট লেনের হচ্ছে, তাই এর ট্র্যাফিক ব্যবস্থা আরও চাঙ্গা করতে বাইপাসের ট্র্যাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভবে তুলে দেওয়া হল কলকাতা পুলিশের হাতে। ক্যানিং, সোনারপুর, এয়ারপোর্টের সংযোগস্থল–জ্যামের সমস্যা, সব কিছু ভাবনা চিন্তা করেই দায়িত্ব তুলে দেওয়া হল কলকাতা পুলিশের হাতে। ই এম বাইপাসের কসবা-রুবি হাসপাতাল সংযোগস্থল পর্যন্ত এতদিন ছিল কলকাতা পুলিশের অধীনে। এখন পাটুলি ঢালাই ব্রিজ পর্যন্ত এই দায়িত্ব তাদের হাতে তুলে দিল রাজ্য সরকার।
এর কারণ হিসাবে দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে মন্ত্রী কান্তি গাঙ্গুলি বলেন, রাজ্য পুলিশের থেকে কলকাতা পুলিশের পরিকাঠামো অনেক ভাল। আজই পাটুলির ফায়ার ব্রিগেড চত্বরে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী রঞ্জিত কুন্ডু, কান্তি গাঙ্গুলি, বাণীব্রত বসু, অ্যাডিশনাল কমিশনার কলকাতা পুলিশ, জয়েন্ট সিপি ট্র্যাফিক বিনীত গোয়েল ও ডিসি ট্র্যাফিক দিলীপ বন্দ্যোপাধ্যায়।
ইতোমধ্যেই বাইপাসে কলকাতা পুলিশ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে, সাধারণ মানুষের ট্র্যাফিক সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ব্যাপারে।
No comments:
Post a Comment